Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বঙ্গবন্ধু হাইটেক পার্ক, কোম্পানীগঞ্জ, সিলেট

বঙ্গবন্ধু হাইটেক পার্ক, কোম্পানীগঞ্জ, সিলেট

১।

বিভাগের নাম

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

২।

বাস্তবায়নকারী সংস্থা

 

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

৩।

প্রকল্পের নাম

 

বাংলা

 

 

“হাই-টেক পার্ক, সিলেট (সিলেট ইলেক্ট্রনিক্স সিটি) –এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ” শীর্ষক প্রকল্প।

English

Basic Infrastructure for Hi-Tech Park, Sylhet (Sylhet Electronic City) Project.

৪।

বাস্তবায়ন কাল

 

বাস্তবায়ন কাল: জানুয়ারি ২০১৬খ্রি. হতে ডিসেম্বর ২০১৮খ্রি.

৫।

প্রকল্প এলাকা

 

জেলা: সিলেট, উপজেলা: কোম্পানীগঞ্জ, মৌজা: খলিতাজুরি বিলেরপাড়

৬।

প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়)

 

১৮৭১২.৫৫ লক্ষ টাকা

৭।

অর্থের উৎস

 

GOB

৮।

অনুমোদনের তারিখ

 

০৮ মার্চ ২০১৬ খ্রি.

৯।

প্রকল্পের প্রধান উদ্দেশ্য

 

হাই-টেক পার্ক/ ইলেক্ট্রনিক্স সিটির সহায়ক প্রাথমিক অবকাঠামো নির্মাণ;

 

বিশ্ব মানের বিনিয়োগ পরিবেশ এবং সুযোগ সুবিধাদি সৃষ্টির মাধ্যমে দেশী-বিদেশী আন্তর্জাতিক পর্যায়ের আইটি/আইটি এস প্রতিষ্ঠান এবং ডেভেলপার প্রতিষ্ঠানকে পার্কে আকৃষ্টকরণ;

 

আইসিটি পেশাজীবীদের জন্য চাকুরীর ক্ষেত্র তৈরী করা এবং

 

ডিজিটাল বাংলাদেশ -ভিশন ২০২১ বাস্তবায়নের নিমিত্ত প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ।

১০।

(ক) প্রকল্পের আওতায় গৃহীতব্য কার্যাবলী/প্রধান প্রধান অঙ্গের বিবরণ

 

নির্মাণাধীন  প্রতিটি   ভবনের মোট ফ্লোর

ক) প্রশাসনিক ভবন

খ) মোটফ্লোর ৩ টি

 

 

প্রতি ফ্লোরের আয়তন

৩১০৭৭.৭৭ বর্গমিটার

 

প্রশিক্ষণ কার্যক্রম যদি থাকে তবে মোট ব্যাচ, প্রশিক্ষণার্থীর সংখ্যা, ইত্যাদি

 প্রযোজ্য নয়।

 

অন্যান্য অঙ্গ

সীমানা প্রাচীর, গেইট হাউজ, অভ্যন্তরীণ রাস্তা, গভীর নলকূপ স্হাপন, অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ।

১১।

প্রকল্পের আওতায় কতজন লোকের কর্মসংস্থান হবে।

 

৫০০০০ জন