গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
কোম্পানীগঞ্জ, সিলেট।
unocompaniganjsylhet@mopa.gov.bd
বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ২০১৪ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্ত্ততি সভার কার্যবিবরণী।
সভাপতি ঃ জনাব এ এইচ এম আসিফ বিন ইকরাম
উপজেলা নির্বাহী অফিসার
কোম্পানীগঞ্জ, সিলেট ।
স্থান ঃ উপজেলা পরিষদ সভাকক্ষ ।
তারিখ ঃ ১১.০৩.২০১৪ খ্রিস্টাব্দ।
সময় ঃ সকাল ১১.০০ ঘটিকা ।
সভার উপস্থিতি ঃ পরিশিষ্ট-ক।
উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। অতঃপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা এর মহাপরিচালক (অতি: সচিব) মহোদয় স্বাক্ষরিত ১৮ ফেব্রম্নয়ারী ২০১৪ খ্রিস্টাব্দ তারিখের ২৬.০৪.০০০০.১০১.২৩.০০৪.১৪.০৮ নম্বর পত্র সভায় পাঠ করে শুনানো হয়। উক্ত পত্রের প্রেক্ষেতে আগামী ১৫.০৩.২০১৪ খ্রিস্টাব্দ তারিখে কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার দিবস পালনের লক্ষে নিমণবর্ণিত কর্মসূচী গ্রহণ করা হয়।
তারিখ ও সময় | আলোচনা ও সিদ্ধামত্ম | বাসত্মবায়নে |
১৫.০৩.১৪ খিস্টাব্দ সকাল-১০.০০টা | ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনা সৃষ্টির জন্য উপজেলা সদরে র্যালি। | ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি কোম্পানীগঞ্জ, সিলেট। |
১৫.০৩.১৪ খিস্টাব্দ সকাল-১১.০০টা | সেমিনার ও আলোচনা সভা। | ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি কোম্পানীগঞ্জ, সিলেট। |
পরিশেষে আর কোন আলোচনা না থাকায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আয়োজিত সকল কর্মসূচী বাসত্মবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
|
( এ এইচ এম আসিফ বিন ইকরাম ) উপজেলা নির্বাহী অফিসার কোম্পানীগঞ্জ, সিলেট। '০৮২২৫-৫৬০০১ (অঃ) |
স্মারক নং-০৫.৬০.৯১২৭.০০১.০৬.০১৪.১২- (৩০), তারিখঃ ১১.০৩.২০১৪ খিস্টাব্দ।
অনুলিপি ঃসদয় অবগতির জন্য ।
০১। মাননীয় সংসদ সদস্য, ২৩২, সিলেট-৪ ।
০২। জেলা প্রশাসক, সিলেট।
০৩। পুলিশ সুপার, সিলেট।
০৪। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৫। ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট।
অবগতি ও কার্যার্থেঃ
০৬। উপজেলা ................................................................কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট ।
০৭। চেয়ারম্যান, ..................................................... ইউপি (সকল), কোম্পানীগঞ্জ, সিলেট।
০৮। অধ্যক্ষ/সুপার/প্রধান শিক্ষক, ................................................................................................ কোম্পানীগঞ্জ, সিলেট।
০৯। জনাব .......................................................................................................................... কোম্পানীগঞ্জ, সিলেট।
উপজেলা নির্বাহী অফিসার
কোম্পানীগঞ্জ, সিলেট।
পরিশিষ্ট ‘ক’ (স্বাক্ষরের ক্রমানুসারে)
০১। জনাব মোঃ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
০২। জনাব মোঃ গোলাম মোসত্মফা, উপজেলা কৃষি কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৩। জনাব মোঃ আবু তাহের চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৪। জনাব মোঃ নূর উদ্দিন, ইমাম, উপজেলা পরিষদ মসজিদ, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৫। জনাব মোঃ আমিনুল হক, সুপার, কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলিম মাদ্রাসা, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
০৬। জনাবা রোমানা আক্তার নিপু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
০৭। জনাব মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
০৮। জনাব নির্মল চন্দ্র দাশ, উপজেলা পরিসংখ্যান অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
০৯। জনাব অসিত চন্দ্র দাশ, অধ্যক্ষ, বিয়াম ল্যাবরেটরি স্কুল, কোম্পানীগঞ্জ, সিলেট।
১০। জনাব এম.এ হান্নান, চেয়ারম্যান, দঃ রণিখাই ইউ/পি, কোম্পানীগঞ্জ, সিলেট।
১১। জনাব মোঃ বাবুল মিয়া, চেয়ারম্যান, ইসলামপুর পূর্ব ইউ’/পি, কোম্পানীগঞ্জ, সিলেট।
১২। জনাব শরদিন্দু ভূষণ দাশ, উপজেলা প্রজেক্ট অফিসার (পজীপ), কোম্পানীগঞ্জ, সিলেট।
১৩। জনাব আমিনুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
১৪। জনাব শামসু মিয়া চৌধুরী, চেয়ারম্যান, ইসলামপুর পশ্চিম, কোম্পানীগঞ্জ, সিলেট।
১৫। জনাব মুহাম্মদ আব্দুল আলীম, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), কোম্পানীগঞ্জ, সিলেট।
১৬। জনাব জাহাঙ্গীর সেলিম, প্রভাষক, এম.সাইফুর রহমান ডিগ্রী কলেজ, কোম্পানীগঞ্জ, সিলেট।
১৭। জনাব মোঃ এখলাসুর রহমান, চেয়ারম্যান, ইছাকলস ইউ/পি, কোম্পানীগঞ্জ, সিলেট।
--------------------------------------------------------------------------------------------------------------------
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
কোম্পানীগঞ্জ, সিলেট।
unocompaniganjsylhet@mopa.gov.bd
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্ত্ততি সভার কার্যবিবরণী।
সভাপতি ঃ জনাব এ এইচ এম আসিফ বিন ইকরাম
উপজেলা নির্বাহী অফিসার
কোম্পানীগঞ্জ, সিলেট ।
স্থান ঃ উপজেলা পরিষদ সভাকক্ষ ।
তারিখ ঃ ১১.০৩.২০১৪ খ্রিস্টাব্দ।
সময় ঃ সকাল ১১.৩০ ঘটিকা ।
সভার উপস্থিতি ঃ পরিশিষ্ট-ক।
উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। অতঃপর সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত ১৭মার্চ/২০১৪ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিবস ও জাতীয় শোক দিবস-২০১৪ উদযাপনের নিমিত্ত অনুমোদিত জাতীয় কর্মসূচী সভায় পাঠ করে শুনানো হয়। সভায় উপস্থিত সকলের অংশগ্রহণে বিসত্মারিত আলোচনার পর জাতীয় কর্মসূচীর আলোকে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচী সভায় গৃহীত হয়।
তারিখ ও সময় | আলোচনা ও সিদ্ধামত্ম | বাসত্মবায়নে |
১৭.০৩.১৪ খিস্টাব্দ সকাল-৯.০০টা | কোম্পানীগঞ্জ উপজেলা সদরে শিশু সমাবেশ ও র্যালীঃ
সভায় কোম্পানীগঞ্জ উপজেলা সদরে শিশু সমাবেশ ও র্যালী উদ্বোধন সম্পর্কিত যাবতীয় কার্যক্রম বাসত্মবায়নে ব্যানার তৈরী/পেস্নল কার্ড তৈরীসহ উপজেলা সদরে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়/রেজিঃ প্রাথমিক বিদ্যালয়/বেসরকারি প্রাথমিক বিদ্যালয়/কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় এর শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করা হয়। | ১। উপজেলা শিক্ষা কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট। ২। সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। |
১৭.০৩.১৪ খিস্টাব্দ সকাল-১০.০০টা | শিশুদের খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতাঃ
কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়/রেজিঃ প্রাথমিক বিদ্যালয়/বেসরকারি প্রাথমিক বিদ্যালয়/ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় এর শিশুদের মাঝে বিভিন্ন আইটেমের খেলাধুলা, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, গল্প বলা, নির্ধারিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করা হয়। এ ক্ষেত্রে ‘‘বঙ্গবন্ধুকে জানবো, আদর্শবান মানুষ হবো’’ প্রতিপাদ্য হিসেবে ব্যবহৃত হবে মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। | ১। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট।
২। উপজেলা শিক্ষা কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট। ৩। সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। |
দিবসটি উদ্যাপনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘‘বঙ্গবন্ধুকে জানবো, আদর্শবান মানুষ হবো’’ বিষয়ে আলোচনা অনুষ্ঠানের সিদ্ধামত্ম গৃহীত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে এ উপজেলার সকল কলেজ/স্কুল/মাদ্রাসায় উক্ত অনুষ্ঠান আয়োজন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়। | ১। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট।
২। উপজেলা শিক্ষা কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট। ৩। সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। | |
১৭.০৩.১৪ খিস্টাব্দ বাদ যোহর/ সুবিধাজনক সময়ে | জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার শামিত্ম কামনায় সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির/গীর্জা/প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধামত্ম সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়। | ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ/ইমাম, সকল মসজিদ/অন্যান্য ধর্মের পুরোহিতগণ/ইউপি চেয়ারম্যান (সকল) |
১৭.০৩.১৪ খিস্টাব্দ বেলা-২.০০ | উপজেলার বিভিন্ন শিশু প্রতিষ্ঠান ও শিশু এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করার জন্য সংশ্লিষ্ট শিশু প্রতিষ্ঠান ও শিশু এতিমখানা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয় | সংশিস্নষ্ট শিশু প্রতিষ্ঠান ও শিশু এতিমখানা কর্তৃপক্ষ। |
১৭.০৩.১৪ খিস্টাব্দ বেলা-২.৩০ | শিশুদের মধ্যে পুরস্কার বিতরণঃ
খেলাধুলা, চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করা হয়। | ১। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট। ২। উপজেলা শিক্ষা কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট।
|
১৭.০৩.১৪ খিস্টাব্দ বিকাল-৩.০০ | আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ
উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে এবং ‘‘বঙ্গবন্ধুকে জানবো, আদর্শবান মানুষ হবো’’ বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সর্বসম্মতিক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়। | ১। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট। ২। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট। ৩। উপজেলা শিক্ষা কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট। |
ক) উলিস্নখিত কর্মসূচীর সকল অনুষ্ঠানে কর্মকর্তা/কর্মচারী/সরকার দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর জন্য সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়।
খ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৪ উদযাপনের বিভিন্ন কর্মসূচী সুষ্ঠু ও সুচারম্নরম্নপে বাসত্মবায়নের জন্য নিম্নলিখিত ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
০১। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট----------------------------------------------------------------------- আহবায়ক।
০২। উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট----------------------------------------------------------------------------- সদস্য।
০৩। উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট-----------------------------------------------------------------------------সদস্য।
০৪। উপজেলা প্রকল্প (পজীপ) কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট------------------------------------------------------------------------- সদস্য।
০৫। উপজেলা সমবায় কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট--------------------------------------------------------------------------------- সদস্য।
০৬। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট------------------------------------------------------------------------সদস্য।
০৭। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট-------------------------------------------------------------------------------সদস্য।
০৮। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট----------------------------------------------------------------------------সদস্য।
০৯। জনাব মোঃ জাহাঙ্গীর সেলিম, প্রভাষক, এম. সাইফুর রহমান কলেজ, কোম্পানীগঞ্জ, সিলেট---------------------------------------------সদস্য।
পরিশেষে পিতা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আয়োজিত সকল কর্মসূচী বাসত্মবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
|
( এ এইচ এম আসিফ বিন ইকরাম ) উপজেলা নির্বাহী অফিসার কোম্পানীগঞ্জ, সিলেট। '০৮২২৫-৫৬০০১ (অঃ) |
স্মারক নং-০৫.৬০.৯১২৭.০০১.২৩.০০৭.১১- (১০০), তারিখঃ ১১.০৩.২০১৪ খিস্টাব্দ।
অনুলিপি ঃসদয় অবগতির জন্য ।
০১। মাননীয় সংসদ সদস্য, ২৩২, সিলেট-৪ ।
০২। জেলা প্রশাসক, সিলেট।
০৩। পুলিশ সুপার, সিলেট।
০৪। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৫। ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট।
অবগতি ও কার্যার্থেঃ
০৬। উপজেলা ................................................................কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট । দিবসটি উদ্যাপনের বিভিন্ন কর্মসূচী বাসত্মবায়নে
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথভাবে পালন ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হ’ল।
০৭। চেয়ারম্যান, ..................................................... ইউপি (সকল), কোম্পানীগঞ্জ, সিলেট।
০৮। অধ্যক্ষ/সুপার/প্রধান শিক্ষক, ................................................................................................ কোম্পানীগঞ্জ, সিলেট।
০৯। জনাব .......................................................................................................................... কোম্পানীগঞ্জ, সিলেট।
উপজেলা নির্বাহী অফিসার
কোম্পানীগঞ্জ, সিলেট।
পরিশিষ্ট ‘ক’ (স্বাক্ষরের ক্রমানুসারে)
০১। জনাব মোঃ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
০২। জনাব মোঃ গোলাম মোসত্মফা, উপজেলা কৃষি কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৩। জনাবা রোমানা আক্তার নিপু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
০৪। জনাব মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
০৫। জনাব নির্মল চন্দ্র দাশ, উপজেলা পরিসংখ্যান অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
০৬। জনাব অসিত চন্দ্র দাশ, অধ্যক্ষ, বিয়াম ল্যাবরেটরি স্কুল, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৭। জনাব এম.এ হান্নান, চেয়ারম্যান, দঃ রণিখাই ইউ/পি, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৮। জনাব মোঃ নূর উদ্দিন, ইমাম, উপজেলা পরিষদ মসজিদ, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৯। জনাব মোঃ আমিনুল হক, সুপার, কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলিম মাদ্রাসা, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
১০। জনাব মোঃ আবু তাহের চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট।
১১। জনাব মোঃ বাবুল মিয়া, চেয়ারম্যান, ইসলামপুর পূর্ব ইউ’/পি, কোম্পানীগঞ্জ, সিলেট।
১২। জনাব শরদিন্দু ভূষণ দাশ, উপজেলা প্রজেক্ট অফিসার (পজীপ), কোম্পানীগঞ্জ, সিলেট।
১৩। জনাব জাহাঙ্গীর সেলিম, প্রভাষক, এম.সাইফুর রহমান ডিগ্রী কলেজ, কোম্পানীগঞ্জ, সিলেট।
১৪। জনাব আমিনুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট পক্ষে।
১৫। জনাব শামসু মিয়া চৌধুরী, চেয়ারম্যান, ইসলামপুর পশ্চিম, কোম্পানীগঞ্জ, সিলেট।
১৬। জনাব মুহাম্মদ আব্দুল আলীম, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), কোম্পানীগঞ্জ, সিলেট।
১৭। জনাব মোঃ এখলাসুর রহমান, চেয়ারম্যান, ইছাকলস ইউ/পি, কোম্পানীগঞ্জ, সিলেট।
১৮। জনাব মোঃ আলী আমজদ, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, কোম্পানীগঞ্জ শাখা, সিলেট।
উপজেলা পরিষদের ৫৬তম সভার কার্যবিবরণী।
সভাপতিঃ |
| জনাব মোঃ ইয়াকুব আলী অস্থায়ী চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট। |
সভার স্থান ঃ |
| উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ। |
সভার তারিখ ও সময়ঃ |
| ২৩-০১-২০১৪ খ্রিস্টাব্দ, বেলা-১২.০০ ঘটিকা। |
সভায় উপস্থিত/অনুপস্থিত সদস্যঃ পরিশিষ্ট ‘ক’।
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরম্ন করেন। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক বিগত ৩১-১২-২০১৩ খিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয় এবং পাঠামেত্ম কোন সংশোধনী না থাকায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। অতঃপর বিভাগওয়ারী বিসত্মারিত আলোচনার পর সর্বসম্মতভাবে নিম্নোক্ত সিদ্ধামত্ম গৃহীত হয়।
নং | আলোচ্য বিষয় | আলোচনা | সিদ্ধামত্ম | বাসত্মবায়নে | ||||||||||||||||||||||||||||||
০১ | জঙ্গিঁ তৎপরতা | ইন্সপেক্টর (তদমত্ম) কোম্পানীগঞ্জ থানা সভাকে অবহিত করেন যে, এ উপজেলায় কোথাও জঙ্গি তৎপরতা নেই,বা সাম্প্রতিক দেশের অরাজক পরিস্থিতিকালেও এ উপজেলার কোথাও কোন ÿয়ÿতি হয়নি বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিকভাবে অঅইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। উপজেলার কোথাও কোন জঙ্গি তৎপরতা পরিলক্ষিত হলে সাথে সাথে বিষয়টি থানাকে অবহিত করার জন্য সকল ইউপি চেয়ারম্যানগণের দৃষ্টি আকর্ষণ করেন। | উপজেলার কোথাও জঙ্গিঁ তৎপরতা পরিলক্ষিত হলে বিষয়টি উপজেলা প্রশাসন/পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। | অফিসার ইনচার্জ, কোম্পানীগঞ্জ থানা/ ইউ.পি চেয়ারম্যান (সকল), কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
০২ | আইন শৃঙ্খলা | উপজেলাধীন সকল ইউপি চেয়ারম্যান সভাকে অবহিত করেনযে, ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে অবৈধ চাঁদাবাজদের দৌরাত্ম প্রশমিত করার জন্য উপজেলা পরিষদের প্রায় সকল সভায়ই তারা আলোচনা করে থাকেন। কিন্তু প্রকৃতপÿÿ দেখা যায় যে, অবৈধ চাঁদাবাজদের দৌরাত্মতো কমেইনি বরং তারা সোৎসাহে চাঁদাবাজির মাত্রা আরো বাড়িয়ে থাকে। এছাড়া বাংকার এরিয়ার মধ্যে অবৈধভাবে গর্ত খনন করে বাংকার ধ্বংসের মুখোমুখি করে ফেলেছে। উপজেলা নির্বাহী অফিসার এ ব্যাপারে কিছু পদÿÿপ গ্রহণ করেছেন। কিন্তু তেমন লাভ হয়নি। কারণ অভিযানের পরই গর্ত খননকারীগণ পুনরায় গর্ত করে ফেলে। এ ব্যাপারে প্রতিনিয়ত উপজেলা প্রশাসনের পÿ থেকে অভিযান পরিচালনা করা প্রয়োজন। অপরদিকে শাহ-আরপিন টিলা কর্তন করে পাথর উত্তোলন কার্যক্রমও বন্ধ হয়নি। দÿÿণ রণিখাই ইউপি চেয়ারম্যান সভাকে অবহিত করেন যে, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাসত্মার বর্ণি হতে কাটাগাং এরিয়া পর্যমত্ম এলাকায় রাত্রিবেলা প্রায়ই ছিনতাই, রাহাজানি এবং ডাকাতির ঘটনা ঘটছে, এ বিষয়ে গত সভায় পুলিশী টহল জোরদার করার আহবান জানানো হলে পুলিশ প্রশাসন কর্তৃক টহল বাড়ানো হয়েছে। কিন্তু টহল বাহিনীর সদস্য সংখ্যা কম থাকায় কাংখিত ফলাফল পাওয়া যাবেনা মর্মে তিনি মতামত ব্যক্ত করেন। | (১) ভোলাগঞ্জ কোয়ারীতে অবৈধ চাঁদাবাজি বন্ধ, বাংকার এলাকা রÿা এবং শাহ-আরপিন টিলা রÿার ব্যাপারে প্রয়োজনীয় পদÿÿপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে আরো কঠোরতর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
(২) সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাসত্মার বর্ণি হতে কাটাগাং এরিয়া পর্যমত্ম এলাকায় রাত্রিবেলায় পুলিশী টহলবাহিনীর সংখ্যা বৃদ্ধি করে প্রয়োজনীয় পদÿÿপ নেয়ার সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা নির্বাহী অফিসার/অফিসার ইনচার্জ, কোম্পানীগঞ্জ থানা/ চেয়ারম্যান ইউ.পি (সকল)/কমিটির সদস্যবৃন্দ, কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
০৩ | বিআরডিবি | উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা সভাকে অবহিত করেন, উপজেলা পরিষদের গত সভার সিদ্ধামত্ম অনুসারে ঋণ আদায়ের ব্যাপারে নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু ঋণ গ্রহিতাগণের নিকট থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। জরম্নরী ভিত্তিতে সার্টিফিকেট মামলা রম্নজু করা প্রয়োজন। একটি খামার একটি বাড়ি প্রকল্পের জন্য সদর দপ্তর থেকে উপজেলা পরিষদে দু’টি কÿ বরাদ্দ দানের অনুরোধ করা হয়েছে। বর্তমানে একটি বাড়ি একটি খামারে ৫ জন মাঠ সহকারী নিয়োগ দেয়া হয়েছে, ফলে লোকবল বেড়ে যাওয়ায় দাপ্তরিক কাজের সুবিধার্থে দু’টি কÿ বরাদ্দ করা অতীব প্রয়োজন বলে তিনি মতামত প্রকাশ করেন। | খেলাপী ঋণ আদায়ের ব্যাপারে সার্টিফিকেট মামলা দায়েরের একামত্ম প্রয়োজন হলে উপজেলা নির্বাহী অফিসারে সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এবং অফিস কÿ বরাদ্দ প্রাপ্তি বিষয়ে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করার জন্য উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। | উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
০৪ | পজীপ | উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সভাকে অবহিত করেন যে, দাপ্তারিক কার্যক্রম সুষ্টুভাবে চলছে। খেলাপী ঋণ উদ্বেকজনক ভাবে বেড়ে যাচ্ছে। নোটিশ প্রদান ও ব্যক্তিগত পর্যায়ে তাগিদ প্রদান অব্যাহত রেখেও ফল পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ইতোমধ্যে দায়ের করা সার্টিফিকেট মামলাগুলির দ্রুত নিষ্পত্তি সহ কিছু খেলাপি সদ্যসের নামে নতুন করে সার্টিফিকেট মামলা করা প্রয়োজন। | সার্টিফিকেট মামলা সংক্রামত্ম বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেনারেল সার্টিফিকেট অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট এর সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
০৫ | মহিলা বিষয়ক বিভাগ | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সভাকে অবহিত করেন যে, মহিলা অধিদপ্তর কার্যালয়ের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। জুলাই/২০১৩ ইং হতে মাতৃত্বভাতা ভোগীর নাম যাচাই-বাছাই করে দেওয়ার জন্য সকল ইউপি চেয়ারম্যানগণকে অবহিত করা হয় এবং তালিকাটি জানুয়ারী/২০১৪ খ্রিস্টাব্দ মাসের মধ্যে অবশ্যই জমা দেয়ার অনুরোধ জানান। | বিধি মোতাবেক অন্যান্য কার্যক্রম পরিচালনা ও মাতৃত্বভাতার নাম যাচাই-বাছাই করে প্রতিবেদন/তালিকা দেয়ার সিদ্ধামত্ম গৃহীত হয়।
| উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/ ইউপি চেয়ারম্যান (সকল ) কোম্পানীগঞ্জ, সিলেট । | ||||||||||||||||||||||||||||||
০৬ | সমাজসেবা বিভাগ | উপজেলা সমাজসেবা কর্মকর্তা সভাকে অবহিত করেন যে, উপজেলা সমাজসেবা কার্যালয় কোম্পানীগঞ্জ, সিলেট এর আওতিাধীন প্রতিবন্ধী জরিপ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে ইতোমধ্যে ৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের কাজ ৮০% সম্পন্ন হয়েছে। বাকী কাজ চলমান রয়েছে। সহসাই এ কার্যক্রম শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। | প্রতিবিন্ধি জরিপ কাজ জরম্নরী ভিত্তিতে সম্পন্নের জন্য সিদ্ধামত্ম গৃহীত হয়।
| উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
০৭ | প্রাথমিক শিক্ষা | সহকারী উপজেলা শিক্ষা অফিসার সভাকে অবহিত করেন যে, শিÿা দপ্তরের কার্যক্রম যথারীতি চলছে। কম্পিউটার ক্রয় সংক্রামত্ম বিষয়ে উপজেলা হিসাব রÿণ অফিসের সাথে আলোচনা করে পরবর্তী সভায় প্রসত্মাব উপস্থাপন করা হবে। | কম্পিউটার ক্রয় সংক্রামত্ম বিষয়ে উপজেলা হিসাব রÿণ অফিসারের সাথে আলোচনা করে আগামী সভায় প্রসত্মাব উপস্থাপনের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে অনুরোধ জানানো হয়। | সহকারী উপজেলা শিক্ষা অফিসার কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
০৮ | মাধামিক শিÿ বিভাগ | উপজেলা মাধ্যমিক শিÿা অফিসার সভাকে অবহিত করেন যে, মাধ্যমিক সত্মরের বই সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। বছরের শুরম্নতে শ্রেণীর কার্যক্রম আরম্ভ হয়েছে। শিÿকদের গুনগত মান উন্নয়নের জন্য ট্রেনিং দেয়া হচ্ছে। ব্যানবেইজ কর্তৃক আপডেট জরিপ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ০৯.০২.২০১৪ খ্রিস্টাব্দ তারিখ হতে SSC ও দাখিল পরীÿা শুরম্ন হবে। পরীÿা গ্রহণ সংক্রামত্ম প্রস্ত্ততি চলছে। পরীÿা গ্রহণের জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা তিনি কামনা করেন। | SSC ও দাখিল পরীÿা সুষ্ঠুভাবে এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদÿÿপ গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিÿা অফিসারকে অনুরোধ জানানো হয়। | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
০৮ | প্রাণিসম্পদ বিভাগ | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সভাকে অবহিত করেন যে, ডিসেম্বর/১৩ মাসের প্রাণিসম্পদ অফিসের কার্যক্রম ও অগ্রগতি নিম্নরুপঃ
| গবাদি পশুর রোগ বালাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মীদের কার্যক্রম জোরদার করণ ও এ বিষয়ে মনিটরিং কার্যক্রম চলমান রাখার সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা প্রাণিসম্পদ অফিসার কোম্পানীগঞ্জ,সিলেট।
| ||||||||||||||||||||||||||||||
০৯ |
সমবায় বিভাগ
| উপজেলা সমবায় কর্মকর্তার প্রতিনিধ সভাকে অবহিত করেন যে, অত্র উপজেলায় ২০১৩-১৩ অর্থ বছরে অডিট যোগ্য সমিতির সংখ্যা -০২টি কেন্দ্রিয় সমিতিসহ ২০৯টি। ডিসেম্বর/১৩ মাস পর্যমত্ম ০২টি কেন্দ্রিয় সমিতিসহ ১১৫ টি সমিতির অডিট সম্পাদিত হয়েছে। অবশিষ্ট সমিতির অডিট কার্যক্রম অব্যাহত আছে। | বিধি মোতাবেক যথাসময়ে উক্ত সমিতির অডিট কার্যক্রম সম্পন করণের সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা সমবায় কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
১০ | মৎস্য বিভাগ | উপজেলা মৎস্য কর্মকর্তা সভাকে অবহিত করেন যে, হাওর অঞ্চলে মৎস্যচাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জলমহাল খননের জন্য প্রকল্পের সদর দপ্তর থেকে ১টি টেন্ডার ইতোমধ্যে করা হয়েছে। আরও ২টির জন্য টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। এছাড়া FCDIপ্রকল্পের আওতায় বিগত বৎসরে প্রেরিত ২টি প্রকল্প বর্তমান বৎসরেও পুনরায় প্রেরণ করা হয়েছে। তেলিখাল ইউনিয়নের আওতায় আরও একটি প্রকল্প প্রেরণের প্রক্রিয়াধীন আছে। এ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষীদের মধ্যে ৪০ জন চাষীকে প্রশিÿণের জন্য ৬০,০০০/- টাকার একটি প্রাক্কলন সভায় উপস্থাপন করেন। | (১) FCDIপ্রকল্পের প্রসত্মাবনা যাচাইপূর্বক সঠিকভাবে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়। (২) মৎস্যচাষী প্রশিÿণের প্রাক্কলনটি যাচাই বাছাই পূর্বক ব্যবস্থা গ্রহণের সিদ্ধামত্ম গৃহীত হয়। এÿÿত্রে প্রশিÿণে অংশগ্রহণকারীগণ যাতে সঠিক চাষী হয় সে বিষয়ে দৃষ্টি রেখে তালিকা প্রেরণের জন্য ইউপি চেয়ারম্যানগনকে অনুরোধ জানানো হয়। | উপজেলা মৎস্য কর্মকর্তা/ ইউপি চেয়ারম্যান (সকল), কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
১১ | পরিকার পরিকল্পনা বিভাগ | কোম্পানীগঞ্জ উপজেলায় মোট সক্ষম দম্পত্তির সংখ্যা ২৫,৫৫৯ জন এবং পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা ১৯,০৮৬ জন। পদ্ধতি গ্রহণকারীর হার (C.A.R) ৭৪.৬৭%। ডিসেম্বর/২০১৩ মাসে ০৮ জন মহিলা স্থায়ী পদ্ধতি এবং দীর্ঘ মেয়াদি পদ্ধতির মধ্যে ২১ জন আইইউডি এবং ৩৩ জন ইমপস্ন্যান্ট নামক দীর্ঘ মেয়াদি পদ্ধতি গ্রহণ করেছেন। তাছাড়া অন্যান্য অস্থায়ী পদ্ধতি গ্রহীতাদের মধ্যে ৭৯২১ চক্র খাবার বড়ি ১৮,৩২৮ পিস কনডম বিতরণ এবং ১৫১৯ ভায়েল ইনজেকশন পুশ করা হয়েছে। পরিবার পরিকল্পনা কার্যক্রমে সকলের সহযোগীতা একামত্ম প্রয়োজন। | জন্ম নিয়ন্ত্রণ হার সমেত্মাষজনক পর্যায়ে রাখার ব্যাপারে আরো তৎপর থাকার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। | উপজেলা পঃ পঃ কর্মকর্তা কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
১২ | কৃষি বিভাগ | উপজেলা কৃষি অফিসার সভাকে অবহিত করেন যে, বোর ফসল রোপন কার্যক্রম চলছে। অদ্যাবধি ৩৩৫০ হেক্টর উফসী জাতের ১৫৫০ হেঃ স্থানীয় জাতের এবং ২৩০ হেঃ হাইব্রীড জাতের বোরধান রোপন করা হয়েছে। সুষম সার প্রয়োগ ও পোকা মাকড় দমনে কৃষকদেরকে পরামর্শ দেয়ার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। জানুয়ারি/২০১৪ মাসে বরাদ্দকৃত ৯০ মেঃ টন ইউরিয়ার সার ২জন বিসিআইসি ডিলারের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে এবং ইতোমধ্যে ৩০ মেটন সার উত্তোলিত হয়েছে। | বোর মৌসুমে রোগ বালাই দমন বিষয়ে আগাম সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ, কৃষকদেরকে সহায়তা করার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাগণের তৎপরতা আরো বৃদ্ধিসহ সারের ঘাটতি যাতে না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা কৃষি অফিসারকে অনুরোধ জানানো হয়। | উপজেলা কৃষি অফিসার কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
১৩ | প্রকৌশল বিভাগ | ১। উপজেলা প্রকৌশলীর সভাকে অবহিত করেন যে, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)/২০১৩-১৪ এর কাজ বাসত্মবায়নের জন্য ইউনিয়ন হতে স্কীম পাওয়া গেছে। যা পরিশিষ্ট-খ তে দেখানো হল। ২। এছাড়াও উপজেলা প্রকৌশলী সভাকে অবহিত করেন যে, উপজেলা দরপত্র মূল্যায়ণ কমিটির ২২-০১-১৪ খ্রি: তারিখের দরপত্র বিজ্ঞপ্তি নং- ০৭/২০১৩-১৪ খ্রি: এর মাধ্যমে ১১ (এগার) টি প্যাকেজ বাসত্মবায়ন সংক্রামত্ম সিদ্ধামত্ম অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করা হয়। | ১। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর প্রকল্প তালিকা পরিশিষ্ট-খ এর বর্ণনা অনুযায়ী অনুমোদনের সিদ্ধামত্ম গৃহীত হয়। ২। উপজেলা দরপত্র মূল্যায়ণ কমিটির সিদ্ধামত্ম বিধিমোতাবেক বাসত্মবায়নের নিমিত্তে সভায় অনুমোদন করা হয়।
| অস্থায়ী চেয়ারম্যান উপজেলা পরিষদ/ উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা প্রকৌশলী কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
১৪ | জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ | সহকারী প্রকৌশলী সভাকে অবহিত করেন যে, ADP ২০১৩-১০১৪ অর্থ বছরে বিশেষ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ৬০টি নলকূপের উৎস স্থাপনের সাইট অনুমোদনের জন্য উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন (WATSAN)বিষয়ক কমিটির সভা আহবান করা প্রয়োজন। | জরম্নরী ভিত্তিতে উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন (WATSAN)বিষয়ক কমিটির সভা আহবান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা নির্বাহী অফিসার/সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কোম্পানীগঞ্জ, সিলেট। | ||||||||||||||||||||||||||||||
১৫
| বিবিধ-১ | i)উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান সভাকে অবহিত করেন যে, ভোলাগঞ্জ পাথর কোয়ারী হতে উপজেলা ট্যাক্স এর ১৪২০ বাংলা সনের ইজারাদারের বিরম্নদ্ধে অতিরিক্ত অর্থ আদায় সংক্রামত্ম অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিলেট কর্তৃক দাখিলকৃত তদমত্ম প্রতিবেদনের আলোকে ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) সিলেট এর স্মারক নং-০৫.৬০.৯১০০.০০৮.৫৩.১০১(১).১৩-২৫৬২, তারিখঃ ২৬.০৯.২০১৩ খ্রিস্টাব্দ মূলে অনুরোধ জানানো হয়, সে আলোকে তিনি ১০.১০.২০১৩ খ্রিস্টাব্দ তারিখে ০৭(২) নং স্মারকে বিষয়টি উপজেলা পরিষদের পরবর্তী সভায় উত্থাপনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান এবং পরবর্তী পর্যায়ে ১১.১২.২০১৩ খ্রিস্টাব্দ তারিখের ০৯ নং স্মারকে উপজেলা পরিষদের ৫১ তম সভার ১৭ অনুচ্ছেদের বিবিধ ৬ নং, ৫২ তম সভার ১২ নং অনুচ্ছেদের বিবিধ ৬ ও ৫৩ তম সভার ১৪ নং অনুচ্ছেদের বিবিধ-১ নং এ বর্ণিত বিষয়ে আলোচনা ও সিদ্ধামেত্মর প্রেÿÿতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে পত্র প্রদান করেছেন, যাতে উপজেলা নির্বাহী অফিসার কিছু পদÿÿপ গ্রহণ করেছেন মর্মে তিনি অবহিত আছেন।
ii) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সভাকে অবহিত করেন যে, উপজেলা পরিষদের ৫৩ তম সভার সিদ্ধামত্ম অনুযায়ী এ অফিসের ১৯.১২.২০১৩ খ্রিস্টাব্দ তারিখের ০৫.৬০.৯১২৭.০০৩.৩৩.০৭০.১১-৯০০(৩) নং স্মারকে বিজ্ঞ সরকারি কৌসূলীর মতামত চাওয়া হয়েছে এবং একই তারিখের ৮৯১/১(৮) নং স্মারকে তদমত্ম কমিটির সদস্যগণকে প্রতিবেদন দাখিলের জন্য পৃথকভাবে পত্র প্রদান করা হয়েছে। কিন্তু বিজ্ঞ সরকারি কৌসূলীর মতামত বা তদমত্ম কমিটির কোন প্রতিবেদন পাওয়া যায়নি। এছাড়াও তিনি সংশিস্নষ্ট ইজারাদারকে পত্র প্রদান করেছেন এবং ইজারাদার একটি জবাব দাখিল করেছেন, যা প্রক্রিয়াধীন রয়েছে। | বিধি মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা ও তদমত্ম প্রতিবেদন দাখিলের জন্য তদমত্ম কমিটিকে তাগিদপত্র এবং বিজ্ঞ সরকারি কৌসূলীকেও মতামত দানের জন্য তাগিদপত্র প্রদানের সিদ্ধামত্ম গৃহীত হয়।
| অস্থায়ী চেয়ারম্যান উপজেলা পরিষদ কোম্পানীগঞ্জ, সিলেট ও উপজেলা নির্বাহী অফিসার কোম্পানীগঞ্জ, সিলেট
| ||||||||||||||||||||||||||||||
বিবিধ-২ | উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান সভাকে অবহিত করেন যে, ২০১৩-১৪ অর্থ বছরের রাজস্ব উদ্বৃত্ত অর্থ দ্বারা প্রকল্প বাসত্মবায়নের জন্য চাহিত প্রকল্প তালিকা ইউপি চেয়ারম্যানগণের নিকট হতে পাওয়া যায়নি। জরম্নরী ভিত্তিতে প্রকল্প তালিকা আগামী সভার পূর্বেই উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে তালিকা প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়। | বিধি মোতাবেক জরম্নরী ভিত্তিতে প্রকল্প তালিকা দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানগণকে পুনরায় অনুরোধ করা হয়। | চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ (সকল) কোম্পানীগঞ্জ, সিলেট। | |||||||||||||||||||||||||||||||
বিবিধ-৩ | উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সভাকে অবহিত করেন যে, তারা দায়িত্ব গ্রহণ করার পর নানাবিধ কারণে ভ্রমণ ভাতা উত্তোলন করেননি। তাই মার্চ/২০০৯ হতে চলতি মাস পর্যমত্ম সময়ের ভ্রমণ ভাতা বিল অনুমোদনের জন্য সভাকে অনুরোধ করেন। অস্থায়ী চেয়ারম্যান গত মার্চ/২০০৯ খ্রিস্টাব্দ তারিখ হতে ডিসেম্বর/২০১৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যমত্ম ১,৭১,০৭০/- (এক লÿ একাত্তর হাজার সত্তর) টাকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান গত মার্চ/২০০৯ খ্রিস্টাব্দ তারিখ হতে ডিসেম্বর/২০১৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যমত্ম মোট ১,৬৬,৭০০/- (এক লÿ ছেষট্টি হাজার সাতশত) টাকার ভ্রমণ ভাতা বিল দাখিল করেছেন। বিধি মোতাবেক বর্ণিত বিল অনুমোদনের অনুরোধ জানান। | বিধি বিধানের আলোকে বর্ণিত বিলদ্বয় স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেÿÿ উপজেলার রাজস্ব তহবিল হতে পরিশোধের ব্যবস্থা গ্রহণের সিদ্ধামত্ম গৃহীত হয়। | অস্থায়ী চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট। | |||||||||||||||||||||||||||||||
বিবিধ-৪ | উপজেলা পরিষদের জীপগাড়ি চালক উপজেলা পরিষদের জীপগাড়ি নং-সিলেট-ঘ-০২২৮ গাড়ির ২০১৩-১৪ অর্থ বছরের মেরামত বিল বাবদ= ২৭,৩৪০/- (সাতাশ হাজার তিনশত চলিস্নশ) টাকার বিল দাখিল করেছেন। | বিধিমতে বিলের সঠিকতা যাচাই বাছাই করে স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেÿÿ উপজেলা রাজস্ব তহবিল হতে দাবীকৃত বিল পরিশোধের সিদ্ধামত্ম গৃহীত হয়। | অস্থায়ী চেয়ারম্যান উপজেলা পরিষদ কোম্পানীগঞ্জ, সিলেট/ উপজেলা নির্বাহী অফিসার কোম্পানীগঞ্জ, সিলেট। | |||||||||||||||||||||||||||||||
বিবিধ-৫ | অস্থায়ী চেয়ারম্যান সভাকে অবহিত করেন যে, উপজেলা পরিষদের জীপগাড়ী নং সিলেট-ঘ-০২২৮ গাড়ীর দুইটি টায়ার বিনষ্ট হয়ে গাড়ী চলাচল অনুপযোগী হওয়ায় তার নিজস্ব তহবিল হতে দুইটি টায়ার ক্রয় করে গাড়ীতে লাগিয়ে চলাচলের উপযোগী করেছেন। এ জন্য ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকা ব্যয়িত হয়েছে। ব্যয়িত অর্থ উপজেলা রাজস্ব তহবিল হতে পরিশোধের জন্য তিনি অনুরোধ জানান। | সহকারী পরিচালক, বিআরটিএ এর প্রত্যয়ন গ্রহণ পূর্বক স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহণ করে ব্যয়িত অর্থ পরিশোধের সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়। | অস্থায়ী চেয়ারম্যান, উপজেলা পরিষদ/উপজেলা নির্বাহী অফিসার কোম্পানীগঞ্জ, সিলেট। | |||||||||||||||||||||||||||||||
বিবিধ-৬ | উপজেলা নির্বাহী অফিসার সভাকে অবহিত করেন যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিবি) কর্তৃক বাসত্মবায়নাধীন National ICT infra-Network for Bangladesh Government Phase-II (Info-Sarker) শীর্ষক প্রকল্পে এ উপজেলার জন্য টেকনিশিয়ান পদে লোক নিয়োগের নিমিত্তে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়, বিসিসি ভবন, এক্স/১৪-ই, আগারগাঁও ১২০৭, ঢাকা শেরেবাংলা নগর হতে প্রেরিত ২১.১০.২০১৩ খ্রিস্টাব্দ তারিখের ৫৬.০১.০০০০.১১৩.০১১.০০১.২০১৩-৫২ ও ১৩.১১.২০১৩ খ্রিস্টাব্দ তারিখের ৫৬.০১.০০০০.১১৩.০১১.০০১.২০১৩-৭২ নং স্মারকদ্বয়ের প্রেক্ষিতে এ অফিসের ২৫.১১.২০১৩ খ্রিস্টাব্দ তারিখের ০৫.৬০.৯১২৭.০০১.২০.০৯.১৩-৮০৭ নং স্মারকে আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সেবা ক্রয় সংক্রামত্ম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তিটি দৈনিক সিলেটের ডাক পত্রিকায় ২৭ নভেম্বর ২০১৩ খ্রিস্টাব্দ/ ১৩ অগ্রহায়ণ ১৪২০ বঙ্গাব্দ বুধবার প্রকাশিত হয়। সে আলোকে মেসার্স রিয়াদ কম্পিউটার ট্রেনিং টেকনোলজি, টিএন্ডটি রোড, কোম্পানীগঞ্জ, সিলেট হতে ০৪ (চার) টি আবেদনসহ দরপত্র ও মেসার্স গেস্নাবাল আউটসোর্সিং সেন্টার, হাউস # ৬১, বস্নক #এ, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট দরপত্র দাখিল করেন। এছাড়াও জনাব আব্দুল হালিম মোলস্না পিতা- নুর হোসেন মোলস্না, মাতা-জাহানারা বেগম, সাং- রংপুর পশ্চিমপাড়া, পোঃ- ও উপজেলা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট উক্ত পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র দাখিল করেন। প্রাপ্ত দরপত্র ও আবেদনপত্র টেকনিশিয়ান পদে লোক নিয়োগের নিমিত্তে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ/কারিগরি দক্ষতা যাচাই কমিটির ০৮.১২.২০১৩ খ্রিস্টাব্দ তারিখের সভায় পর্যালোচনা করে সভার সিদ্ধামত্ম অনুযায়ী মেসার্স রিয়াদ কম্পিউটার ট্রেনিং টেকনোলজি, টিএন্ডটি রোড, কোম্পানীগঞ্জ, সিলেট এর দরপত্রের সাথে দাখিলকৃত প্রার্থীগণের এবং জনাব আব্দুল হালিম মোলস্না পিতা-নুর হোসেন মোলস্না, মাতা-জাহানারা বেগম, সাং- রংপুর পশ্চিমপাড়া, কোম্পানীগঞ্জ, সিলেট এর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও কারিগরি দক্ষতা যাচাই করা হয়। পরবর্তীতে প্রার্থীগণের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। প্রার্থীগণের ব্যবহারিক পরীক্ষা/কারিগরি দক্ষতা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিমণবর্ণিত ০৩ (তিন) জন প্রার্থীর তালিকা প্রস্ত্তত করে এ অফিসের ০৮ ডিসেম্বর ২০১৩ খ্রিস্টাব্দ তারিখের ০৫.৬০.৯১২৭.০০১.২০.০৯.১৩-৮৬৭ নং স্মারকে সমূহ তথ্যাদি প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ইনফো সরকার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিসিসি ভবন, আগারগাঁও, শেরে-বাংলানগর, ঢাকা বরাবরে প্রেরণ করা হয়।
প্রকল্প পরিচালক মহোদয়ের ২২.০১.২০১৪ খ্রিস্টাব্দ তারিখের ৫৬.০১.০০০০.১১৩.১১.০৪৪.২০১৪-৩০/১১১ নং স্মারকে মেসার্স রিয়াদ কম্পিউটার ট্রেনিং টেকনোলজি, টিএন্ডটিরোড, কোম্পানীগঞ্জ, সিলেট এর দরপত্র অনুমোদন করে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত জনবল থেকে জনাব শাহীন আহমদ, পিতা- মরহুম মোঃ ওয়াহাব আলী, মাতা- মোছা: সোনারম্নন নেছা, সাং- বাদশা বোর্ডিং, কোম্পানীগঞ্জ, সিলেট এর নিয়োগ প্রসত্মাব অনুমোদন করা হয়েছে মর্মে জানানো হয়েছে। এ প্রসংগে উলেস্নখ্য যে, নীতিমালা অনুসারে প্রকল্প কার্যালয়ের অনুমোদন অনুযায়ী নিয়োগ প্রদানের বিষয়ে উপজেলা পরিষদের অনুমোদন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এমতাবস্থায় প্রকল্প পরিচালক মহোদয়ের অনুমোদন অনুযায়ী জনাব শাহীন আহমদ, পিতা- মরহুম মোঃ ওয়াহাব আলী, মাতা- মোছা: সোনারম্নন নেছা, সাং- বাদশা বোর্ডিং, কোম্পানীগঞ্জ, সিলেট এর টেকনিশিয়ান পদে নিয়োগ প্রসত্মাব এ সভায় অনুমোদন করা যেতে পারে। | আলোচনামেত্ম এ উপজেলার জন্য টেকনিশিয়ান পদে জনাব শাহীন আহমদ, পিতা- মরহুম মোঃ ওয়াহাব আলী, মাতা- মোছা: সোনারম্নন নেছা, সাং- বাদশা বোর্ডিং, কোম্পানীগঞ্জ, সিলেট এর নিয়োগ প্রসত্মাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বিধি মোতাবেক যাবতীয় কার্যক্রম গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানানো হয়। | উপজেলা নির্বাহী অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট। | |||||||||||||||||||||||||||||||
বিবিধ- ৭ | চেয়ারম্যান ইছাকলস ইউ/পি সভাকে অবহিত করে যে, বিগত ২৯.০৭.২০১৩ খিস্টাব্দ তারিখের ৫১ তম সভার বিবিধ ৪ নং আলোচনা অনুযায়ী তার ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ১লা সেপ্টেম্বর ২০১১ খ্রিস্টাব্দ হতে মাসিক ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা হারে ৩০জুন ২০১৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যমত্ম ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) টাকা তাঁর ইউ/পির ১% স্থাবর সম্পত্তি হসত্মামত্মর কর হতে পরিশোধের প্রসত্মাব করা হয়। প্রসত্মাবিত টাকা উত্তোলন করা হয় নি। তিনি ১লা সেপ্টেম্বর ২০১১ খ্রিস্টাব্দ তারিখ হতে ডিসেম্বর/১৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যমত্ম ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা হারে পরিশোধের জন্য সংশিস্নষ্ট কর্তৃপÿÿর দৃষ্টি আকর্ষণ করেন। দাখিলকৃত বিলের পরিমাণ (১,৫০০×২৮) = ৪২,০০০/- (বিয়ালিস্নশ হাজার) টাকা। | প্রসত্মাবিত টাকা সংশিস্নষ্ট ইউপির স্থাবর সম্পত্তি হসত্মামত্মর কর ১%হতে বিধিমতে পরিশোধের সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী কোম্পানীগঞ্জ, সিলেট। | |||||||||||||||||||||||||||||||
বিবিধ- ৮ | উপজেলা প্রকৌশলী সভাকে অবহিত করেন যে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক নং- ০৫.৬০.৯১২৭.০০৬.৩৬.০২৪.১১-৪৭৭(১০) তারিখ- ২৫.০৬.২০১৩ খ্রিস্টাব্দ স্মারক মূলে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ কমপেস্নক্স এর অভ্যমত্মরে ০৫ (পাঁচ) টি উপড়ে পড়া বিনষ্ট গাছের মূল্য ২৯,১৩৯/- (ঊনত্রিশ হাজার একশত ঊনচলিস্নশ) টাকা নির্ধারণ করা হয়। নির্ধারণমতে বর্ণিত বর্ণিত ০৫ (পাঁচ)টি গাছ বিগত ২০-০১-১৪ খ্রিস্টাব্দ তারিখে ২৯,১৩৯/- (ঊনত্রিশ হাজার একশত ঊনচলিস্নশ) টাকায় বিক্রয় করা হয়েছে। উক্ত টাকা উপজেলা রাজস্ব (রÿণাবেÿন) তহবিলে জমা প্রদান করা যেতে পারে। | আলোচনা মতে বর্ণিত ০৫ (পাঁচ)টি গাছ বিক্রয়ের ২৯,১৩৯/- (ঊনত্রিশ হাজার একশত ঊনচলিস্নশ) টাকা উপজেলা রাজস্ব (রÿণাবেÿন) তহবিলে বিধিমতে জমা প্রদানের সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী কোম্পানীগঞ্জ, সিলেট। | |||||||||||||||||||||||||||||||
বিবিধ-৯ | উপজেলা প্রকৌশলী সভাকে অবহিত করেন যে, ০৫ জানুয়ারি ২০১৪ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন উপলÿÿ আইন শৃঙ্খলা রÿার্থে এ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। তাৎÿণিকভাবে প্রকৌশল ভবনের দ্বিতীয় তলায় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত বাহিনীর সদস্যগণের আবাসনের ব্যবস্থা করা হয়। কিন্তু প্রকৌশল ভবনের দ্বিতীয় তলার বিদুৎ সংযোগ নষ্ট থাকায় ও বাথরম্নম ব্যবহার অনুপযোগী থাকায় এবং উপজেলা পরিষদ মিলনায়তনের বিদুৎ সংযোগ নষ্ট থাকায় জরম্নরী ভিত্তিতে তা সংস্কার করা হয়, যাতে মোট ৩১,১৫০.০০ (একত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা ব্যয় হয়েছে। উক্ত ব্যয় উপজেলা রাজস্ব (রÿণাবেÿণ) তহবিল হতে পরিশোধ করা যেতে পারে। | বিধিমতে বরাদ্দ থাকা সাপেÿÿ ব্যয়িত ৩১,১৫০.০০ (একত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা উপজেলা রাজস্ব (রÿণাবেÿণ) তহবিল হতে পরিশোধের সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা নির্বাহী অফিসার/ উপজেলা প্রকৌশলী কোম্পানীগঞ্জ, সিলেট। | |||||||||||||||||||||||||||||||
বিবিধ-১০ | উপজেলা নির্বাহী অফিসার সভাকে অবহিত করেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ০২ জানুয়ারি ২০১৪ খ্রিস্টাব্দ তারিখের ০৩.০৭৯.০০৬.৪৪.০০.০১.২০১৩-০৫(৬৭) নং পত্রে জরম্নরী প্রয়োজনে অবতরনের জন্য প্রতিটি উপজেলায় হেলিপ্যাড সংস্কার/মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রেরণ করেছেন। এরই প্রেÿÿতে কোম্পানীগঞ্জ উপজেলার হেলিপ্যাড সংস্কার/মেরামত করার লÿÿ্য নিমণবর্ণিত কর্মকর্তা ও জনপ্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং জরম্নরী ভিত্তিতে হেলিপ্যাড পরিদর্শন করে অবতরণ উপযোগি প্রাক্কলন প্রস্ত্তত করার অনুরোধ জানানো হয়েছে।
| হেলিপ্যাড সংস্কার সংক্রামত্ম গঠিত কমিটিকে জরম্নরী ভিত্তিতে প্রাক্কলন প্রস্ত্তত করার অনুরোধ জানানো হয়। | উপজেলা প্রকৌশলী, কোম্পানীগঞ্জ ও অন্যান্য। |
আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
| (মোঃ ইয়াকুব আলী) অস্থায়ী চেয়ারম্যান উপজেলা পরিষদ কোম্পানীগঞ্জ, সিলেট। '০৮২২৫-৫৬১১৬ (অঃ) |
স্মারক নং-০৫.৬০.৯১২৭.০০৫.৩৫.০০২.১১- (৪৫) তারিখঃ ২৩.০১.২০১৪ খ্রিস্টাব্দ।
অনুলিপিঃ সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে।
০১। জনাব ইমরান আহমদ, মাননীয় সংসদ সদস্য, সিলেট-৪ আসন।
০২। সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০৩। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০৪। কমিশনার, সিলেট বিভাগ, সিলেট।
০৫। জেলা প্রশাসক, সিলেট।
০৬। অস্থায়ী চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৭। জেলা ......................................................... কর্মকর্তা, সিলেট।
০৮। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৯। ................................................................., কোম্পানীগঞ্জ, সিলেট।
১০। চেয়ারম্যান, ............................................ ইউ.পি, কোম্পানীগঞ্জ, সিলেট।
| (এ এইচ এম আসিফ বিন ইকরাম) উপজেলা নির্বাহী অফিসার কোম্পানীগঞ্জ, সিলেট। unocompaniganj@mopa.gov.bd '০৮২২৫-৫৬০০১ (অঃ) |
পরিশিষ্ট ‘ক’ (উপস্থিত স্বাক্ষরের ক্রমানুসারে) ।
নং | নাম | পদবী |
০১ | জনাব শরদিন্দু ভূষণ দাশ | উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ), কোম্পানীগঞ্জ, সিলেট। |
০২ | জনাব মোঃ আবু ছাইদ মিয়া | উপজেলা সমাজ সেবা অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট। |
০৩ | জনাব সিদ্দিকুর রহমান | উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট এর পক্ষে। |
০৪ | জনাব আব্দুল ওয়াহেদ | সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট। |
০৫ | জনাব মোঃ বাবুল মিয়া | চেয়ারম্যান, ইসলামপুর পূর্ব ইউপি, কোম্পানীগঞ্জ, সিলেট। |
০৬ | জনাব মোঃ আবু তাহের চৌধুরী | উপজেলা মৎস্য কর্মকর্তা , কোম্পানীগঞ্জ, সিলেট। |
০৭ | জনাব কাজী আঃ অদুদ আলফু মিয়া | চেয়ারম্যান, তেলিখাল ইউপি, কোম্পানীগঞ্জ, সিলেট। |
০৮ | জনাব এম, এ হান্নান | চেয়ারম্যান, দক্ষিণ রণিখাই ইউপি, কোম্পানীগঞ্জ, সিলেট। |
০৯ | জনাব বিশ্বজিৎ দত্ত | উপজেলা প্রকৌশলী, এলজিইডি, কোম্পানীগঞ্জ, সিলেট। |
১০ | জনাব মোঃ বদিউজ্জামান আহমদ | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট। |
১১ | জনাব মোঃ ফরিদ উদ্দিন | চেয়ারম্যান, উত্তর রণিখাই ইউপি. কোম্পানীগঞ্জ, সিলেট। |
১২ | ডাঃ মোঃ বয়জার রহমান | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট। |
১৩ | জনাব মোঃ শামছু মিয়া চৌধুরী | চেয়ারম্যান, ইসলামপুর পশ্চিম ইউপি, কোম্পানীগঞ্জ, সিলেট। |
১৪ | বেগম নাসরিন জাহান ফাতেমা | মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট। |
১৫ | জনাব মোঃ গোলাম মোসত্মফা | উপজেলা কৃষি কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট। |
১৬ | জনাব সফিউল কবীর | ইন্সপেক্টর (তদমত্ম), কোম্পানীগঞ্জ থানা, কোম্পানীগঞ্জ, সিলেট। |
১৭ | জনাব মোঃ ফয়েজ আহমদ | সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কোম্পানীগঞ্জ, সিলেট। |
১৮ | জনাব মোঃ মোসত্মাফিজুর রহমান | উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার , কোম্পানীগঞ্জ, সিলেট। |
১৯ | বেগম আকলিমা বেগম | কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট। |
২০ | বেগম রম্নমানা আক্তার নিপু | প্রশিক্ষক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে। |
২১ | জনাব নির্মল চন্দ্র দাস | উপজেলা পরিসংখ্যান অফিসারের পক্ষে। |
২২ | জনাব মোঃ এখলাসুর রহমান | চেয়ারম্যান, ইছাকলস ইউপি, কোম্পানীগঞ্জ, সিলেট। |
২৩ | জনাব মোঃ মিছবাহ উদ্দিন | উপজেলা সমবায় কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট এর পÿÿ। |
অনুপস্থিত সদস্যবৃন্দ
০১। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, কোম্পানীগঞ্জ, সিলেট।
০২। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৩। উপজেলা যুব উন্নয়ন অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট।
০৪। উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, সিলেট।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------